আইফোনের ৪টি অপশন পরিবর্তন না করলে তথ্য চুরি

 

আইফোনের ৪টি অপশন পরিবর্তন না করলে তথ্য চুরি প্রযুক্তির যুগে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং এটি আমাদের ব্যক্তিগত তথ্য ব্যাংকিং তথ্য ছবি ও গুরুত্বপূর্ণ নথির ভান্ডার হয়ে উঠেছে। বিশেষ করে আইফোন ব্যবহারকারীরা সাধারণত নিজেদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে বেশ আত্মবিশ্বাস থাকে কারণ শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে। 

কিন্তু অনেকেই জানেন না যে কিছু ডিফল্ট সেটিং পরিবর্তন না করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকে। এখানে আইফোনের চারটি গুরুত্বপূর্ণ অপশন তুলে ধরা হলো যা পরিবর্তন না করলে আপনার ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে। 

লক স্ক্রিন থেকে সেনসিটিভ তথ্য দেখা যাওয়া আইফোনের লক স্ক্রীনের বিভিন্ন নোটিফিকেশন দেখানোর একটি ফিচার আছে যা অনেকের জন্যই সুবিধা জনক। তবে এই ফিচারটি যদি সঠিকভাবে কনফিগার করা না থাকে তাহলে অপরিচিত কেউ আপনার ফোন হাতে পেলে মেসেজ ইমেইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিতে পারে। 

কিভাবে নিরাপদ করবেন 

  • Settings > notification > show preview > when unlocked নির্বাচন করা। 
  • Face ID and password > স্ক্রল করে নিচে গিয়ে allowe access when locked থেকে notification centre, control centre, siri reply with message অপশন গুলো বন্ধ করে দিন। 

অটোমেটিক ওয়াইফাই কানেকশন চালু থাকা আপনার আইফোন ডিফল্টভাবে পরিচিত ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হতে পারে। এটি সুবিধা জনক হলেও পাবলিক ওয়াইফাই বা হ্যাকিংয়ের জন্য প্রস্তুত কোন নেটওয়ার্কের সাথে ফোন যুক্ত হলে আপনার তথ্য চুরি হতে পারে। 

 

কিভাবে নিরাপদ করবেন 

  • Settings > Wi-Fi > ask to join networks, চালু করুন 
  • Auto join hotspot অপশনটি ask to join করুন 

পাবলিক ওয়াইফাই ব্যবহার না করাই ভালো তবে বাধ্য হলে ভিপিএন ব্যবহার করুন। 

অটোমেটিক এয়ার ড্রপ চালু থাকা এয়ার ড্রপ এমন একটি ফিচার যা খুব সহজে কাছাকাছি থাকা আপেল ডিভাইসের মধ্যে ফাইল শেয়ার করার সুযোগ দেই।। কিন্তু যদি ইভার ওয়ান এগ্রি অন মোডে চালু থাকে তাহলে অচেনা কেউ আপনার ফোনে অনাকাঙ্ক্ষিত ফাইল পাঠাতে পারে যা আপনার তথ্য হাতিয়ে নিতে পারে। 

আরো পড়ুনঃ কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায়

কিভাবে নিরাপদ করবেন

  • Settings > general > air drop > contact only, বা receiving off  করুন 

অটোমেটিক লোকেশন শেয়ারিং চালু থাকা অনেক অ্যাপ ডিফল্টভাবে লোকেশন এক্সেস চেয়ে নেই এবং এটি অনুমোদিত থাকলে আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব। কিছু ক্ষতিকর অ্যাপ বা সাইবার অপরাধীরা এই তথ্য ব্যবহার করে আপনার গোপনীয়তা লঙ্ঘন করতে পারে। 

কিভাবে নিরাপদ করবেন 

  • Settings > privacy and security > location service গিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় ইয়াপ এর জন্য লোকেশন অনুমতি দিন। 
  • Share my locationঅপশনটি বন্ধ করে দিন যদি এটি অপ্রয়োজনীয় হয়।

আই ফোনের সুরক্ষার জন্য অ্যাপল উন্নত নিরাপত্তা ব্যবস্থা রাখলেও কিছু সেটিংস পরিবর্তন না করলে ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি থেকেই যায়।। লক স্ক্রিন ওয়াইফাই এয়ার ড্রপ এবং লোকেশন শেয়ারিং এর মত গুরুত্বপূর্ণ অপশন সচেতনভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। এসব সেটিংস সঠিকভাবে কনফিগার করলে আপনি আপনার আইফোন কে আরো নিরাপদ রাখতে পারবেন এবং সাইবার অপরাধীদের হাত থেকে আপনার তথ্য রক্ষা করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url