মোবাইলের লক ভুলে গেলে কিভাবে খুলব

 

মোবাইলের লক ভুলে গেলে কিভাবে খুলব মোবাইলের লক ভুলে যাওয়া অনেকের জন্য একটি সাধারন সমস্যা। প্যাটার্ন লক পিন বা পাসওয়ার্ড ভুলে গেলে ফোন আনলক করা কঠিন হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই কিছু কার্যকর উপায় রয়েছে যার মাধ্যমে আপনি সহজে ফোনের লক খুলতে পারেন।

মোবাইলের লক ভুলে যাওয়া আনলক করার বিষয় নিয়ে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আলোচনা করব। 

পেজসূচিপত্রঃ মোবাইলের লক ভুলে গেলে কিভাবে খুলব

গুগল একাউন্ট ব্যবহার করে আনলক এন্ড্রয়েড ডিভাইসের জন্য

আপনার যদি এন্ড্রয়েড ফোন থাকে এবং আপনি ভুলে গেছেন প্যাটার্ন লক বা পিন তাহলে গুগল একাউন্টের সাহায্যে আনলক করার চেষ্টা করতে পারেন। 

ধাপসমূহ 

  • কয়েকবার ভুল প্যাটার্ন বা পিন দিলে Forgot Pattern  বা Forgot Passwordপ্যাটার বা ফরগেট পাসওয়ার্ড অপশন আসবে। 
  • এই অপশনে ক্লিক করুন এবং আপনার গুগল একাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 
  • লগইন সফল হলে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং ফোনটি আনলক হয়ে যাবে। 

মোবাইলের লক ভুলে গেলে কিভাবে খুলব এই পদ্ধতিতে শুধুমাত্র তখনই কাজ করবে যখন আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ চালু থাকবে এবং আপনি আগেই Google একাউন্ট লগইন করে রেখেছেন। 

Find Mmy Device ব্যবহার করে আনলক 

মোবাইলের লক ভুলে গেলে কিভাবে খুলব Google এর Find My Device ফিচারটি ব্যবহার করেও ফোন আনলক করা সম্ভব তবে এই পদ্ধতিতে আপনার ফোনের সমস্ত ডাটা মুছে যাবে। 

আরো পড়ুনঃ চ্যাট জিপিটির মতো অ্যাপ আনছে এআই

ধাপসমূহ 

  • অন্য একটি ফোন বা কম্পিউটার থেকে গুগল Google Find My Device ওয়েবসাইটে যান। 
  • আপনার Google একাউন্টে লগইন করুন যে একাউন্টটি আপনার ফোনে ব্যবহৃত হচ্ছে। 
  • লগইন করার পর আপনার ফোনের নাম দেখতে পাবেন সেখানে Erase Device অপশনে নির্বাচন করুন।
  • এই অপশনে ক্লিক করলে আপনার ফোনের সব তথ্য মুছে যাবে এবং ফোন আনলক হয়ে যাবে। 
  • এরপর আপনি নতুন করে ফোন সেটআপ করতে পারবেন। 

মোবাইলের লক ভুলে গেলে কিভাবে খুলব এই পদ্ধতিতে আপনার ফোনের সকল ডাটা হারিয়ে যাবে তাই এটি শেষ উপায় হিসেবে ব্যবহার করুন।

 

Samsung device এর জন্য Find my mobile মোবাইল ব্যবহার করুন

মোবাইলের লক ভুলে গেলে কিভাবে খুলব যদি আপনার Samsung ফোন থাকে এবং আপনি Samsung একাউন্টে লগইন করে থাকেন তাহলে Find My Mobile ব্যবহার করে আনলক করতে পারেন। 

ধাপসমূহ 

  • Samsung Find My Mobile ওয়েবসাইটে যান। 
  • আপনার Samsung একাউন্টে লগইন করুন। 
  • আনলক অপশন নির্বাচন করুন এবং নির্দেশনা অনুসরণ করুন। 
  • সফলভাবে আনলক হলে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। 

Android safe mode ব্যবহার করুন তৃতীয় পক্ষের লকার অ্যাপ থাকলে। 

মোবাইলের লক ভুলে গেলে কিভাবে খুলব অনেক সময় আমরা থার্ড পার্টি লক অ্যাপ ব্যবহার করি। যদি আপনি এটি ভুলে যান তবে Safe Mode গিয়ে লক ছাড়ানো সম্ভব।

আরো পড়ুনঃ কিভাবে ফেসবুকে প্রতিদিন $500 আয় করা যায়

ধাপসমূহ 

  • ফোন বন্ধ করুন 
  • ফোন চালু করতে গিয়ে Power বাটন এর সঙ্গে Voliume Down বাটন চেপে ধরে রাখুন। 
  • ফোন চালু হলে নিচের দিকে Safe Mode লেখা দেখাবে। 
  • এবার Settings এ গিয়ে লকার অ্যাপটি আনইন্সটল করুন। 
  • ফোন রিস্টার্ট করুন লক চলে যাবে।

Factory Reset করে আনলক করুন শেষ উপায় 

মোবাইলের লক ভুলে গেলে কিভাবে খুলব যদি উপরের কোন পদ্ধতিতেই কাজ না হয় তবে Factory Reset করতে হবে। তবে এটি করলে আপনার ফোনের সব ডাটা মুছে যাবে। 


ধাপসমূহ 

  • ফোন বন্ধ করুন। 
  • Power + Voliume Up বাটন চেপে ধরে রাখুন যতক্ষণ না Recovery Mode চালু হয়। 
  • Recovery Mode থেকে Wipe Data / Recovery Mode অপশনে ক্লিক করুন। 
  • Yes নির্বাচন করে কনফার্ম করুন। 
  • ফোন রিস্টার্ট হলে নতুন ফোনের মত সেটআপ করতে হবে।  

শেষ কথা 

মোবাইলের লক ভুলে গেলে কিভাবে খুলব ভয়ের কিছু নেই উপরের পদ্ধতি গুলো চেষ্টা করে দেখুন নিশ্চিত ভাবে আপনার সমস্যার সমাধান হবে। তবে ভবিষ্যতে এ সমস্যা এড়ানোর জন্য পাসওয়ার্ড বা পিন মনে রাখার জন্য কৌশল অনুসরণ করুন। Google বা Samsung একাউন্ট সংযুক্ত রাখুন যাতে সহজেই ফোন আনলক করা যায়।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url